জনতার কলম ওয়েবডেস্ক :- অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার লেপাক্ষীতে অবস্থিত বীরভদ্র মন্দির বা লেপাক্ষী মন্দিরে বুধবার প্রার্থনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বীরভদ্র মন্দিরটি ষোড়শ শতকের ভারতীয় ভাস্কর্যের এক অপরূপ নিদর্শন।
বীরভদ্র মন্দিরে ”শ্রী রাম জয় রাম” ভজনও গাইতেও শোনা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।
রামায়ণে এই মন্দিরের গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। এমনটা বিশ্বাস করা হয় যে, রাবনের আঘাতে আহত হওয়ার পর এই স্থানেই পড়েছিল জটায়ু।
প্রসঙ্গত, দু”দিনের দক্ষিণ ভারত সফরের শুরুতে মঙ্গলবার অন্ধ্রপ্রদেশে এসেছেন প্রধানমন্ত্রী মোদী, আগামীকাল কেরলে বেশ কিছু কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর।
Leave feedback about this