2024-11-25
agartala,tripura
রাজ্য

অনুষ্ঠিত হলো কাঠামো পুজো, এই পূজার মধ্য দিয়ে দুর্গা বাড়িতে শুরু প্রতিমা তৈরীর কাজ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আকাশে ভেজা তুলোর মতো মেঘ মাঠে মাঠে কাশ ফুলের বন বাঙ্গালীর ঘরের মেয়ে উমার আগমনী বার্তা দিচ্ছে। তাইতো পাড়ার সার্বজনীন পুজো থেকে পুরনো জমিদার বাড়ির পুজো নিয়ে সর্বত্র যেন এখন সাজো সাজো রব। বিশেষ করে বিগ বাজেটের পুজো উদ্যোক্তাদের ব্যস্ততা যেন এখন চরমে। তবে রাজ্যের ঐতিহ্যবাহী দূর্গা পূজা হল রাজধানী আগরতলার দুর্গা বাড়ির দুর্গাপুজো। প্রতিবছরই সরকারি উদ্যোগে অত্যন্ত নিয়ম নিষ্ঠার সাথে দুর্গা বাড়িতে পুজিত হন দেবী দুর্গা। এবারও তার ব্যতিক্রম হবে না। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথিতেই শুরু হয়ে গেল ঐতিহ্যবাহী দূর্গা পূজার প্রস্তুতি। তিথি মেনে বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো কাঠামো পুজো। মূলত এই বিশেষ পূজার মধ্য দিয়ে দুর্গা বাড়িতে শুরু হয়ে গেল প্রতিমা তৈরীর কাজ। প্রতিবছরের মতো এবারও অত্যন্ত নিষ্ঠার সাথে এদিন অনুষ্ঠিত হলো এই কাঠাম খিলি। আর এই কাঠামো পুজোকে ঘিরে পুণ্যার্থীদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়।

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service