2026-01-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য শিক্ষা

৪৮তম ককবরক দিবসে প্রতিবাদ, রোমান লিপির দাবিতে বিক্ষোভে উত্তাল পরিস্থিতি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সোমবার আগরতলায় ককবরক ভাষা দিবসের ৪৮তম বর্ষপূর্তি উদ্‌যাপন চলাকালীন হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ককবরক ভাষার জন্য রোমান লিপিকে সরকারিভাবে স্বীকৃতি দেওয়ার দাবিতে পথে নামে আদিবাসী ছাত্রছাত্রীরা। উদ্‌যাপনের আবহেই এই বিক্ষোভ কর্মসূচি নতুন করে ভাষা ও লিপি বিতর্ককে সামনে নিয়ে আসে।

র‍্যালি চলাকালীন ত্রিপুরা স্টুডেন্টস ফেডারেশন (TSF) ও ত্রিপুরা ইন্ডিজেনাস স্টুডেন্টস ফেডারেশন (TISF)-এর সদস্যরা বিক্ষোভে শামিল হন। হাতে প্ল্যাকার্ড ও মুখে স্লোগান তুলে তারা রোমান লিপির দাবিকে জোরালো করেন। পুলিশ ও নিরাপত্তা বাহিনী তাদের অগ্রসর হওয়া আটকানোর চেষ্টা করলেও বিক্ষোভকারীরা মিছিল চালিয়ে যান।

পরবর্তীতে কংগ্রেস ভবনের কাছে পুলিশ বিক্ষোভকারীদের আটক করে এবং তাঁদের এডি নগর পুলিশ গ্রাউন্ডে নিয়ে যাওয়া হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আন্দোলনকারীরা জানান, তাঁদের দাবি অত্যন্ত স্পষ্ট—ককবরক ভাষার জন্য রোমান লিপিকে সরকারিভাবে স্বীকৃতি দিতে হবে। তাঁদের বক্তব্য, “এই গুরুত্বপূর্ণ দিনে সরকারকে মনে করিয়ে দেওয়াই আমাদের উদ্দেশ্য ছিল যে ককবরক আমাদের মাতৃভাষা, আর আমাদের ইচ্ছানুসারেই রোমান লিপির স্বীকৃতি প্রয়োজন।”

অন্যদিকে, ককবরক ভাষা উন্নয়ন উপদেষ্টা কমিটির সহ-চেয়ারম্যান ও বিধায়ক রামপদ জমাতিয়া এই দাবিকে সম্পূর্ণভাবে খারিজ করেন। তিনি রোমান লিপির দাবিকে ‘বিদেশি ষড়যন্ত্র’ বলে আখ্যা দেন। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে চলা লিপি বিতর্কের শীঘ্রই নিষ্পত্তি হবে এবং ককবরক ভাষার জন্য একটি নতুন দেশজ লিপি চালু করার প্রস্তুতি চলছে।

এই দুই বিপরীত অবস্থান আবারও ককবরক ভাষার লিখিত রূপ নিয়ে মতপার্থক্যকে স্পষ্ট করে তুলেছে। একদিকে ছাত্র সংগঠনগুলির রোমান লিপির দাবিতে অনড় অবস্থান, অন্যদিকে সরকার ও সংশ্লিষ্ট মহলের দেশজ সমাধানের আশ্বাস—সব মিলিয়ে বিষয়টি এখনও অমীমাংসিত।

বিশেষজ্ঞ ও পর্যবেক্ষকদের মতে, ককবরক দিবসের এই বিক্ষোভ প্রমাণ করে ভাষা ও লিপি শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং আদিবাসী সমাজের আবেগ, পরিচয় ও সাংস্কৃতিক অস্তিত্বের সঙ্গে গভীরভাবে জড়িত। উদ্‌যাপনের দিনেই এই আন্দোলন সেই অমীমাংসিত বাস্তবতাকেই নতুন করে সামনে নিয়ে এল।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service