জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ২২জানুয়ারী রাম মন্দিরে ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা । এই উপলক্ষে গোটা দেশে চলছে প্রাদম্ভিক আচার অনুষ্ঠান ।রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে ২২ জানুয়ারি সন্ধ্যায় ঘরে ঘরে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের আহ্বান জানানো হয়েছে ।এই কর্মসূচির অঙ্গ হিসেবে রবিবার সকালে আগরতলা পৌর নিগমের ২৫ নম্বর ওয়ার্ড এলাকায় বাড়ি বাড়ি মঙ্গলদীপ বিতরণ করা হয়। প্রত্যেক বাড়িতে পাঁচটি করে মঙ্গলদীপ প্রদান করা হয় ।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ স্থানীয় কর্পোরেটর। কর্মসূচি উপলক্ষে এদিন সকালে চন্দ্রপুর থেকে রেলি সংঘটিত করা হয় ।রেলিটি সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে এবং পরিক্রমা কালে কর্মী সমর্থকরা বাড়ি বাড়ি গিয়ে মঙ্গলদীপ প্রদান করেন। এই কর্মসূচি প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য জানান, ২২ জানুয়ারি সন্ধ্যায় গোটা দেশে দীপাবলি অনুষ্ঠিত হবে ।ঘরে ঘরে প্রজ্বলন করি হবে মঙ্গল দীপ।এই উপলক্ষেই মঙ্গলদীপ বিতরণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
রাজ্য
২২ জানুয়ারি সন্ধ্যায় গোটা দেশের সাথে রাজ্যে দীপাবলি অনুষ্ঠিত হবে :রাজীব
- by janatar kalam
- 2024-01-21
- 0 Comments
- Less than a minute
- 2 years ago

Leave feedback about this