2025-07-03
Ramnagar, Agartala,Tripura
খেলা

১৩ মাসের মধ্যে দ্বিতীয় কোচ হিসেবে ভারতীয় ফুটবল দলের সাথে সম্পর্ক ছিন্ন করলেন মানোলো মার্কেজ

জনতার কলম ওয়েবডেস্ক :- অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF) এর সাথে “পারস্পরিক সম্মতিতে” ভারতীয় কোচ মানোলো মার্কেজ তার পদ থেকে পদত্যাগ করেছেন। ১৩ মাসের মধ্যে দ্বিতীয় কোচ ভারতীয় ফুটবল দলের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন। এর আগে, গত বছর জাতীয় অ্যাসোসিয়েশন কর্তৃক ইগর স্টিম্যাককে বরখাস্ত করা হয়েছিল। 

মানোলো মার্কেসের বিদায়ে সিলমোহর পড়েছিল গত মাসের ১০ তারিখ হংকংয়ের বিরুদ্ধে ভারত ১-০ গোলে হারের পরেই। এই হারের ফলে ভারত ২০২৭ সালের AFC এশিয়া কাপের কোয়ালিফায়ার থেকে বেরিয়ে যায়। সেই ম্যাচে হারের পর স্প্যানিশ কোচ বলেছিলেন, ‘আমি মনে করি, আমাদের কোয়ালিফাই করার সুযোগ রয়েছে। অবশ্যই আমরা দুঃখিত। ড্রেসিংরুমটা শ্রাদ্ধ বাড়ির মতো লাগছে। কিন্তু আমরা লড়াইয়ে আছি।’

মানোলো মার্কেস টিম ইন্ডিয়ার দায়িত্ব নেওয়ার পর দলের খেলার কোনও বদল আসেনি। বরং মার্কেসের একাধিক সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়। যারমধ্যে ছিল সুনীল ছেত্রীর অবসর ভেঙে ফিরিয়ে আনা। মার্কেসের অধীনে ভারত আটটা ম্যাচ খেলে, জয় আসে মাত্র একটায়। মলদ্বীপের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচ ৩-০ গোলে জেতে।

২০২৩ সালের জুলাই মাসে ভারত FIFA তালিকায় ৯৯ নম্বরে ছিল। এখন ভারত রয়েছে ১২৭ নম্বরে। ২০২৩ সালের নভেম্বর থেকে প্রতিযোগিতামূলক কোনও ম্যাচে ভারত জিততে পারেনি। শেষ জয়টা এসেছিল প্রাক্তন কোচ ইগর স্টিমাচের অধীনে কুয়েতের বিরুদ্ধে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service