2024-09-13
agartala,tripura
রাজনৈতিক রাজ্য

১১ দফা দাবিকে সামনে রেখে এবার রাস্তায় নামলো প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের পরিবহন শ্রমিকদের কল্যাণে গঠন করতে হবে বোর্ড। রাজ্যেও বর্তমানে ইলেকট্রিক অটো গাড়ির রমরমা । তাই ইলেকট্রিক অটো বাজারজাত হওয়ার আগে সেগুলিকে পারমিটের আওতায় আনতে হবে। একইভাবে ই রিক্সার নতুন পারমিট বন্ধ করতে হবে। শুধু তাই নয় পরিবহন শ্রমিকদের ইএসআই প্রকল্পের আওতায় নিয়ে আসা সহ মোট ১১ দফা দাবিকে সামনে রেখে এবার রাস্তায় নামলো ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘ। দাবিগুলি আদায়ের লক্ষ্যে সংগঠন মঙ্গলবার শ্রম দপ্তরের কমিশনারের নিকট প্রদান করল গণডেপুটেশন। এদিন রাজধানী আগরতলা রবীন্দ্রশতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে পরিবহন শ্রমিকদের এক মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পরিবহন ভবনের সামনে গিয়ে মিলিত হয়। পরে সেখান থেকে সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক সুমন শীলের নেতৃত্বে এক প্রতিনিধিদল পরিবহন দপ্তরের কমিশনারের সাথে মিলিত হয়ে দাবী সনদ সম্বলিত স্মারকলিপি তুলে দেয়। রাজ্যের পরিবহন শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট দাবি গুলি আদায়ের ক্ষেত্রে দপ্তর প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ না করলে আগামী দিন বাধ্য হয়েই সংগঠন আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বলে বার্তা দিলেন সংগঠনের রাজ্য নেতৃত্ব।

 

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service