2025-05-01
Ramnagar, Agartala,Tripura
রাজ্য শিক্ষা

হোস্টেলগুলিতে অবস্থানরত ছাত্রছাত্রীদের নিরাপত্তা ও শিক্ষার উপযোগী পরিবেশ সুনিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য: জনজাতি কল্যাণ মন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জনজাতি কল্যাণ দপ্তরের অধীনস্ত এসটি, হোস্টেলগুলির পরিকাঠামো, পরিষ্কার পরিচ্ছন্নতা, শিক্ষার মান এবং সার্বিক পরিবেশ উন্নত করার জন্য সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন রয়েছে। আজ জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে প্রজ্ঞাভবনে আয়োজিত এক পর্যালোচনা সভায় সভাপতিত্ব করে একথা বলেন জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা।

সভায় তিনি বলেন, হোস্টেলগুলিতে অবস্থানরত ছাত্রছাত্রীদের নিরাপত্তা ও শিক্ষার উপযোগী পরিবেশ সুনিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য। এজন্য দপ্তর নিরলসভাবে কাজ করে চলেছে। হোস্টেলগুলির মান উন্নয়নে হোস্টেল ইনচার্জের আরও নিষ্ঠাবান ও দায়িত্ববান হয়ে সচেতনভাবে কাজ করতে হবে। জনজাতি কল্যাণ মন্ত্রী হোস্টেলগুলিতে সব ধরণের পরিষেবা সুষ্ঠভাবে প্রদান করা হচ্ছে কিনা তার জন্য মহকুমা ও জেলাস্তরের কল্যাণ আধিকারিকদের নিয়মিতভাবে হোস্টেলগুলি পরিদর্শন করার নির্দেশ দেন।

হোস্টেলগুলিতে সর্বোত্তম সুবিধা যাতে ছাত্রছাত্রীরা পায় সেদিকে তীক্ষ্ম নজর রাখার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। এছাড়া বক্তব্য রাখেন দপ্তরের সচিব ব্রিজেশ পান্ডে। পর্যালোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে দপ্তরের অধিকর্তা সুভাশিস দাস বলেন, হোস্টেলের ছাত্রছাত্রীদের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতার বিষয়েও নজর দেওয়া হচ্ছে। পর্যালোচনা সভার পরবর্তী পর্যায়ে বায়োমেট্রিক অ্যাটেনডেন্টস সিস্টেম, স্মার্ট ক্লাস, ই-লাইব্রেরী, ক্লিন হোস্টেল, গ্রীন হোস্টেল, ফ্রি টেক্সট বুক, বৃত্তি ইত্যাদি বিষয়ের উপর আলোচনা করা হয়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service