2024-12-03
agartala,tripura
ধর্ম রাজ্য

হিন্দু ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, সনাতন ধর্ম কখনও কাউকে আক্রমণ করতে শেখায় না : সুশান্ত 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সনাতন বা হিন্দু ধর্ম হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম।সনাতন ধর্ম কখনও কাউকে আক্রমণ করতে শেখায় না। বৃহস্পতিবার একথা বললেন রাজ্যের পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি বলেন,বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু ধর্মের উপর এক শ্রেণীর মানুষ আঘাত হানছে। ইসকনের প্রভুকে আটক করে রাখা হয়েছে। জামিন দেওয়া হচ্ছে না। এটা হিন্দু ধর্ম, সনাতন ধর্মের উপর আঘাত বলে মনে করেন রাজ্যের পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী।
বৃহস্পতিবার রাজধানীর লেক চৌমুহনী বাজারের হরিনাম সংকীর্তনের সমাপ্তি দিনে অংশ নিয়ে প্রসঙ্গক্রমে একথা বললেন তিনি। মন্ত্রী বাংলাদেশের বর্তমান পরিস্থিতির প্রসঙ্গ টেনে আরও বলেন,সনাতন বা হিন্দু ধর্ম হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম।সনাতন ধর্ম কখনও কাউকে আক্রমণ করতে শেখায় না। সনাতন ধর্ম কখনও কাউকে হিংসা করতে শেখায় না। তিনি বলেন, এই ধর্ম শিক্ষা দেয় আত্মিয়তার, প্রেম, ভালোবাসার। সেই দিশায় দেশ ও রাজ্য চলতে চায়।
মন্ত্রী আরও বলেন ইংরেজ-মুঘল, পর্তুগীজরা বার বার ভারতকে আক্রমণ করেছে। কিন্তু ভারতের ইতিহাসকে বিকৃত করতে পারেনি। ভারতের মানুষের ঐক্যকে ফাটল ধরাতে পারেনি। ধর্মের ভিত্ত্যিতে যারা দেশকে আঘাত হানতে চাইছে তারা কখনও সফল হচ্ছে না। উল্লেখ্য বৃহস্পতিবার লেক চৌমুহনী বাজার কমিটির হরিনাম সংকীর্তনের শেষদিন ছিল। এদিন মহাপ্রসাদ বিতরণ করা হয়। এতে অংশ নেন মন্ত্রী। প্রচুর মানুষ এদিন মহাপ্রসাদ গ্রহণ করেন। এটি লেক চৌমুহনী বাজারের ৫৮ তম হরিনাম সংকীর্তন।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service