জনতার কলম ওয়েবডেস্ক :- জানা যায় বুকে ব্যাথার কারণে বুধবার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। তবে তাঁর অবস্থা আপাতত স্থিতিশীল বলে সূত্রে জানা গিয়েছে । তাছাড়া আপাতত শারীরিক পরীক্ষার জন্য কয়েকদিন তাঁকে এই হাসপাতালে থাকতে হবে বলে খবর। বামফ্রন্টের শাসনকালে তিনি পঞ্চায়েতমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। সূত্রের খবর, মঙ্গলবার রাতেই বুকে ব্যথা অনুভব করে সূর্যকান্ত মিশ্র, পেশায় চিকিৎসক হওয়ায় বিষয়টির গুরুত্ব বুঝতে পারেন। রাত কাটিয়ে বুধবার সকালে তড়িঘড়ি চিকিৎসককে বাড়িতে ডাকেন। আর তাঁর পরামর্শেই হাসপাতালে ভর্তি হন। পাশাপাশি জানা গিয়েছে ২০২১ সালের ডিসেম্বর মাসে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি । তখন হোম আইসোলেশনে রাখা হয়েছিল। কিন্তু তখন হাসপাতালে ভর্তির মতো পরিস্থিতি হয়নি। এবার হঠাৎ বুকে ব্যথা নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হলেন সূর্যকান্ত মিশ্র।বর্তমানে উনার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।
দেশ
রাজনৈতিক
স্বাস্থ্য
হাসপাতালে ভর্তি বর্ষীয়ান সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র।
- by janatar kalam
- 2023-08-16
- 0 Comments
- Less than a minute
- 2 years ago


Leave feedback about this