2024-12-03
agartala,tripura
রাজ্য স্বাস্থ্য

হাঁপানিয়া ত্রিপুরা মেডিক্যাল কলেজে ফের সফল জটিল অস্ত্রোপচার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- হাঁপানিয়া ত্রিপুরা মেডিক্যাল কলেজে ফের সফল জটিল অস্ত্রোপচার। এবার ১৪ বছর বয়সী কিশোরের পেটে সফল জটিল অস্ত্রোপচার। বর্তমানে সুস্থ রয়েছে কিশোর। ত্রিপুরা মেডিক্যাল কলেজের শিশু বিশেষজ্ঞ চিকিৎসক অনিরুদ্ধ বসাকের নেতৃত্বে চিকিৎসক দল এই সফল অস্ত্রোপচার করেন। ডাক্তার অনিরুদ্ধ বসাক জানান ৭ নভেম্বর গুরুতর অসুস্থ অবস্থায় কিশোরকে ত্রিপুরা মেডিক্যাল কলেজের শিশু বিভাগে ভর্তি করা হয়।

পেট ব্যথা জনিত কারনে তাকে ভর্তি করা হয়। তার আগেও কিশোরের পেটে ব্যথা হত। পরিবারের লোকজন স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা ওষুধ দিয়ে পেট ব্যথা কমিয়ে বাড়িতে পাঠিয়ে দিতেন। কিন্তু ৭ নভেম্বর গুরুতর অসুস্থ অবস্থায় কিশোরকে ত্রিপুরা মেডিক্যাল কলেজের শিশু ওয়ার্ডে ভর্তি করার পর দেখা যায় পেটে ভিতর থাকা নারীগুলি প্যাচিয়ে রয়েছে।

ডান পাশের নারী গুলি বাম পাশে, আর বাম পাশের নারী গুলি ডান পাশে রয়েছে। তারপর ১১ নভেম্বের প্রায় তিন ঘণ্টা কিশোরের পেটে অস্ত্রোপচার করে সবকিছু ঠিক করা হয়। ১১ নভেম্বরের পর দুদিন সবকিছু ঠিক ছিল। কিন্তু দুই দিন পর থেকে পুনঃরায় কিশোরের পেট ব্যথা শুরু হয়। পুনঃরায় পরীক্ষা নিরিক্ষা করার পর তার পেটে কিছু সমস্যা ধরা পড়ে।

১৮ নভেম্বর কিশোরের পেটে পুনঃরায় অস্ত্রোপচার করা হয়। বর্তমানে কিশোর অনেকটা সুস্থ রয়েছে। বর্তমানে সে খাবারও খাচ্ছে। ডাক্তার অনিরুদ্ধ বসাক জানান আরও দেরি হলে কিশোরের পেটের নারী গুলি পচে যাওয়ার সম্ভাবনা ছিল। সফল অপারেশন হওয়ায় খুশি কিশোরের পরিবারের লোকজন। এখন সকলে চাইছেন সে যাতে দ্রুত সুস্থ হয়ে উঠে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service