2025-08-26
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

সৎ মানুষের উদাহরণ: অটোচালকের সততায় ফিরে পেলো হারানো ব্যাগ

জনতার কলম আগরতলা প্রতিনিধি :- রাজধানী আগরতলার সড়ক যেন গতকাল রাতে এক নতুন গল্পের সাক্ষী হল। অটোচালক সুজিত দেবনাথ যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিয়ে যখন ফিরে আসছিলেন, তখন তাঁর অটোর ভেতর একটি মহিলা যাত্রীর ব্যাগ পড়ে আছে তা চোখে পড়ে। প্রথম মুহূর্তে বুঝতে পারেন, কেউ ভুল করে এটি ফেলে গেছে।

কেউ হয়তো ব্যাগটি হারানোর পর হাল ছেড়ে দিয়েছিলেন। কিন্তু সুজিত দেবনাথের কাছে সততা কোনো পরিমাণে ছোট বা বড় নয়। তিনি অবিলম্বে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করেন এবং রাতের আঁধারে ব্যাগটি পশ্চিম থানায় জমা দেন।

ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই মানুষের মধ্যে প্রশংসার ঝড় ওঠে। ব্যাগটি ছিল কেবল একটি সামান্য জিনিসপত্র নয়—নগদ টাকা, স্বর্ণালংকার এবং গুরুত্বপূর্ণ কাগজপত্রও ছিল সেখানে। পরদিন সকালে ব্যাগের প্রকৃত মালিক থানায় এসে সেটি পুনরায় গ্রহণ করেন।

মালিক বলেন, “আমি ভেবেছিলাম আর কখনও আমার ব্যাগ ফিরে পাব না। কিন্তু সুজিত দেবনাথের সততার জন্য সবকিছু ফিরে পেলাম। এ ধরনের মানুষ এখনও সমাজে রয়েছেন।”

সামাজিক মাধ্যমে, সংবাদ মাধ্যমে এবং সাধারণ মানুষের মধ্যে সুজিত দেবনাথের এই সততার প্রশংসা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তাঁর এই ঘটনা শুধু একটি হারানো ব্যাগ ফিরিয়ে দেওয়া নয়, বরং সততার একটি চমৎকার উদাহরণ, যা সমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে স্মরণীয় থাকবে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service