2024-12-04
agartala,tripura
অপরাধ রাজ্য

সাংবাদিক নিগ্রহের ঘটনায় গ্রেপ্তার ৬ জনকে আদালতে পেশ করে আমতলী থানার পুলিশ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাতের আঁধারে সাংবাদিক নিগ্রহের ঘটনায় গ্রেপ্তার ৬ জনকে আদালতে পেশ করে আমতলী থানার পুলিশ। চিত্র সাংবাদিক সুজিত আচার্য-র উপর আক্রমণের ঘটনায় গ্রেপ্তার ৬ অভিযুক্ত। মঙ্গলবার ধৃতদের আদালতে সোপর্দ করল আমতলী থানার পুলিশ। চিত্র সাংবাদিক সুজিত আচার্য-র উপর আক্রমণের ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর ঘটনার তদন্ত শুরু করা হয়।

ঘটনার তদন্তক্রমে ৬ জনের নাম উঠে আসে। যথারীতি ৬ অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে ধৃতদের আদালতে সোপর্দ করা হবে। ধৃতদের পুলিশ রিমান্ডে নিয়ে এসে তাদেরকে জিজ্ঞাসাবাদ চালানো হবে। ধৃতরা হল মন্টি মালাকার, সুভজিৎ দেবনাথ, বাপন দাস, শান্তনু রায়, অজয় দেব ও রিপন দাস। উল্লেখ্য, ২৪ নভেম্বর রাতে সিদ্ধি আশ্রম এলাকায় সাংবাদিককে আক্রমণ করা হয়।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service