জনতার কলম ওয়েবডেস্ক:- উত্তরপ্রদেশ সরকার শিশুদের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শ্রীসান ফার্মাসিউটিক্যালস নির্মিত কোল্ডরিফ কফ সিরাপের বিক্রি ও ব্যবহার নিষিদ্ধ করেছে। জানা গেছে, বিভিন্ন রাজ্যে এই কফ সিরাপ সেবনের পর গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়ায় কয়েকজন শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় রাজ্য সরকার তদন্তের নির্দেশ দিয়েছে এবং ফুড সেফটি অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ রাজ্যজুড়ে ওষুধের দোকানে তল্লাশি চালাচ্ছে।
আজ লখনউয়ে রাজ্যের উপমুখ্যমন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রী ব্রজেশ পাঠক জানান, “যে কফ সিরাপটি নিয়ে দেশজুড়ে আলোচনা চলছে, উত্তরপ্রদেশে সেটির বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।” তিনি আরও স্পষ্ট করে বলেন, মানহীন ওষুধের ব্যবহার রাজ্যে কোনোভাবেই অনুমোদিত নয় এবং রাজ্য সরকার কখনও এই সিরাপ ক্রয় করেনি।
ওষুধ প্রশাসনের সহকারী কমিশনার সব জেলার ড্রাগ ইন্সপেক্টরদের নির্দেশ দিয়েছেন, শ্রীসান ফার্মাসিউটিক্যালস তৈরি কোল্ডরিফ কফ সিরাপের নমুনা সংগ্রহ করে লখনউয়ের ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠাতে।
সরকারি নির্দেশ অনুযায়ী, পরবর্তী আদেশ না আসা পর্যন্ত সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে এই কফ সিরাপের আমদানি ও রপ্তানি সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। জনস্বার্থে এই নির্দেশ কঠোরভাবে মানার জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে সতর্ক করা হয়েছে।
Leave feedback about this