2025-05-24
Ramnagar, Agartala,Tripura
রাজ্য শিক্ষা

শিক্ষার্থীদের নিজের উপর আত্মবিশ্বাস রাখতে হবে, আত্মনির্ভর হতে হবে: পদ্মশ্রী এইচ এল ভার্মা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শিক্ষার্থীদের নিজের উপর আত্মবিশ্বাস রাখতে হবে। আত্মনির্ভর হতে হবে। কারোর উপর নির্ভরশীল হওয়া চলবে না। শিক্ষার্থীদের উদ্দেশ্যে এই পরামর্শ দিলেন দেশের বরেণ্য বিজ্ঞানী পদ্মশ্রী এইচ এল ভার্মা। সেকেন্ডারি এডুকেশন দপ্তরের বিদ্যাজ্যোতি সেল ও ইন্ডিয়ান এসোসিয়েশন অফ ফিজিক্স টিচার্স এর যৌথ উদ্দ্যোগে শুক্রবার রবীন্দ্র ভবনে এক অনুষ্ঠান হয়।

মিট দা সায়েন্টিস্ট নামক এই অনুষ্ঠানে বিজ্ঞানী পদ্মশ্রী এইচ এল ভার্মাকে আনা হয়।

অঙ্ক ও ফিজিক্স এর ভয় ছাত্র ছাত্রীরা কি ভাবে দূর করতে পারবে সেই বিষয়ে খোলামেলা আলোচনা করেন তিনি। ১২৫ টি বিদ্যাজ্যোতি স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রীরা তাতে অংশ নেয়। প্রাণবন্ত এই অনুষ্ঠান ঘিরে শিক্ষার্থীদের মধ্যে বেশ উৎসাহ দেখা গিয়েছে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service