জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শালা বউর সাথে মশকরা করার জন্য শ্বশুরবাড়ি লোকদের হাতে মাঝরাতে নিজ বাড়িতেই রামধোলাই খেলো জামাই বাবাজি। শুধু তাই নয়, শ্বশুরবাড়ি লোকদের সশস্ত্র আক্রমণে রক্তাক্ত হয়ে জামাইয়ের ঠাঁই হলো আগরতলা জিবি হাসপাতালে। চিকিৎসাধীন জামাই বাবাজির নাম বাহার মিয়া। ঘটনা সোনামুরা মহাকুমার তেলকাজলা এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় বুধবার সকালের দিকে শালা বউয়ের সাথে বাহার মশকরা করলে তার নিজের বউ বিষয়টি মেনে নিতে পারেনি।এনিয়ে পরবর্তী সময়ে বাহার ও তার স্ত্রীর মধ্যে বিবাদ তৈরি হয়। এমনকি বাহার তার স্ত্রীকে মারধোর পর্যন্ত করে। বিষয়টি জানতে পারে তার শ্বশুরবাড়ি লোকজন। এরপরেই গভীর রাতে শশুর হারান মিয়ার নেতৃত্বে আরও তিনজন সশস্ত্র অবস্থায় বাহারের বাড়িতে এসে তার উপর আক্রমণ করে। আক্রমণকারীদের হাত থেকে কোনক্রমে প্রাণ বাঁচিয়ে খানিকটা দূরেই তার পুরনো বাড়িতে গিয়ে উঠলে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তার আঘাত গুরুত্বর হওয়ায় রাতেই কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে জিবি হাসপাতালে হস্তান্তর করে। বর্তমানে জিবি হাসপাতালেই চলছে তার চিকিৎসা। আক্রমণকারীদের নাম-ধাম জানিয়ে পুলিশের অভিযোগ দায়ের করা হলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য দেখা যায়।
অপরাধ
রাজ্য
শালকের বৌয়ের সাথে মশকরা করায় শশুর বাড়ির হাতে খেলো রামধোলাই বাড়ির জামাই
- by janatar kalam
- 2023-09-14
- 0 Comments
- Less than a minute
- 2 years ago





Leave feedback about this