2025-10-04
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

‘শারদ ত্রিনয়নী’–র আত্মপ্রকাশ: পাবলিক নাও-এর প্রথম শারদ সংখ্যায় নতুন সৃজনযাত্রা

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-আগরতলা: মহাষ্টমীর পবিত্র ক্ষণে, যখন ভক্তি আর উল্লাস মিলেমিশে একাকার, সেই শুভ সময়ে নতুন অধ্যায়ের সূচনা করল পাবলিক নাও। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা-র হাতে উদ্বোধিত হলো বহুল প্রতীক্ষিত প্রথম শারদ সংখ্যা— “শারদ ত্রিনয়নী”।

শারদীয় উৎসবের আবহে প্রকাশিত এই বিশেষ সংখ্যা কেবল একটি ম্যাগাজিন নয়, বরং সাহিত্য, সংস্কৃতি ও সমাজচেতনার এক সম্মিলিত অর্ঘ্য। প্রতিটি লেখা, প্রতিটি ভাবনা আর প্রতিটি সৃজন যেন পাঠকের হৃদয়ে নিবেদিত এক শারদ উপহার।

নামকরণের মধ্যেই লুকিয়ে আছে গভীর প্রতীকী তাৎপর্য— “ত্রিনয়নী”, যিনি তৃতীয় নেত্রের আলোয় অজ্ঞতার অন্ধকার ভেদ করেন। সেই দৃষ্টান্তেই এই সংখ্যা হয়ে উঠতে চায় নতুন দিশার প্রদীপ, সাহিত্য ও সমাজচর্চায় আলোকবর্তিকা।

 

সম্পাদকের বক্তব্যে প্রতিধ্বনিত হলো স্বপ্নপূরণের সুর—

> “এটি শুধুই একটি প্রকাশনা নয়, বরং আমাদের দীর্ঘদিনের এক আকাঙ্ক্ষার বাস্তব রূপ। কলমের শক্তি আর কল্পনার ডানায় ভর করে এই সংখ্যা পাঠকের ভাবনা ও আবেগকে নতুন পথে পরিচালিত করবে।”

পাবলিক নাও-এর ‘শারদ ত্রিনয়নী’ তাই কেবল একটি শারদ সংখ্যা নয়—এটি শব্দের দীপশিখা, সৃজনের জাগরণ এবং আগামীর সৃজনশীলতার এক নতুন আলোকরেখা।

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service