জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানীতে নেশার রমরমা। এবার ড্রাগস সহ গ্রেপ্তার ৫। ধৃতদের মধ্যে একজন মহিলা। তাদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পূর্ব আগরতলা থানার পুলিস।নেশার সাগরে ভাসছে ত্রিপুরা। নেশা কারবারিরা গ্রাম পাহাড়ের সর্বত্র নেশার জাল ছড়িয়ে ফেলেছে। নেশা বাণিজ্যের সাথে যুক্ত হয়ে পড়েছে মহিলারাও।
রাজধানীর আগরতলা শহরের বুকে চায়ের দোকানের আড়ালে মহিলারা চালিয়ে যাচ্ছে নেশা বাণিজ্য। হাতেনাতে প্রমান পেল পূর্ব আগরতলা থানার পুলিশ। মঙ্গলবার এক মহিলা সহ মোট ৫ জন নেশাকারবারিকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ নেশা সামগ্রী সহ নগদ অর্থ।
সদর মহকুমা পুলিশ আধিকারিক দেব প্রসাদ রায় জানান মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব আগরতলা থানার পুলিশ জানতে পারে আগরতলা টাউন হল সংলগ্ন গোলাপ বাগান এলাকায় কিছু নেশা কারবারি ব্রাউন সুগার বিক্রয়ের জন্য জড়ো হয়েছে। এই সংবাদের উপর ভিত্তি করে পূর্ব আগরতলা থানার ওসির নেতৃত্বে পুলিশ গোলাপ বাগান এলাকায় ছুটে যায়।
সেখান থেকে চারটি বাইক সহ চার জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। তাদের কাছ থেকে ৩৬ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ চালানোর পর তারা এক মহিলার নাম জানায়। সেই মহিলার কাছ থেকে তারা ব্রাউন সুগার ক্রয় করে। মহিলা শহরের বুকে চায়ের দোকানের আড়ালে ব্রাউন সুগার বিক্রয় করে।
যথারীতি পুলিশ অভিযুক্ত মহিলাকে আটক করে।মহিলার কাছ থেকে উদ্ধার হয় ৯৫ কৌটা ব্রাউন সুগার সহ নগদ ১৬ হাজার টাকা। তাদের সকলকে গ্রেপ্তার করা হয়। পুরুষদের পাশাপাশি মহিলারাও যে নেশার ব্যবসায় জড়িয়ে পড়ছে এই ঘটনায় ফের প্রমাণ মিলল।
Leave feedback about this