জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের ৫০ বছরে পুরনো ইতিহাস বাস্তব রূপ নিতে আর হাতেগোনা কয়েকটি দিন বাকি, এই ইতিহাসের সাক্ষী হতে গোটা দেশজুড়ে চলছে উৎসবের মেজাজ। কেননা হিন্দু ধর্মাবলম্বীদের প্রভু শ্রীরাম পুনরায় অযোধ্যায় পা রাখতে চলেছেন, যার জেরে শ্রীরাম ভক্তদের দ্বারা নিজেদের প্রাণপ্রিয় ভগবানকে স্বাগত জানাতে আগামী ২২শে জানুয়ারি আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলা শ্রীরাম মন্দিরে চলছে উৎসবের প্রস্তুতি। জানা গিয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরেই এই মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন হবে, এদিন বলিউডের নামিদামি অভিনেতা অভিনেত্রীদের পাশাপাশি উপস্থিত থাকবেন ভারতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটাররা। শ্রী রাম মন্দির উদ্বোধন কে কেন্দ্র করে রাজ্যেও দেখা গেছে মিশ্র সাড়া। তাতে অনুপ্রাণিত হয়ে থার্মোকল, দেশলাইয়ের কাঠি্, কাগজ এবং ফেভিকল দিয়ে রাম মন্দির এবং রথ তৈরি করে তাক লাগিয়ে দিল পূর্ব চানমারী এলাকার শিল্পী বিজয় দেবনাথ। সংবাদমাধ্যমকে শিল্পী জানিয়েছেন সনাতন হিন্দু ধর্মের ৫০ বছরে ইতিহাস পুণ্যতা পাওয়ার একটি উদাহরণ হল এই রাম মন্দির, আর এতে অনুপ্রাণিত হয়ে উনার এই প্রদর্শনী বলে, যা তৈরীতে উনি সময় নিয়েছেন মাত্র একদিন।
রাজ্য
রাম মন্দির এবং রথ তৈরি করে তাক লাগিয়ে দিল পূর্ব চানমারী এলাকার শিল্পী বিজয় দেবনাথ
- by janatar kalam
- 2024-01-13
- 0 Comments
- Less than a minute
- 2 years ago





Leave feedback about this