জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা, তেলিয়ামুড়া:- সামাজিক যোগাযোগ মাধ্যম বা সোশ্যাল মিডিয়াতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে কুৎসা ও কুরুচিকর মন্তব্য করার প্রতিবাদে বিজেপি খোয়াই জেলার যুব মোর্চার সংগঠনের পক্ষ থেকে গতকাল তথা বুধবার রাত প্রায় ৯ টা নাগাদ তেলিয়ামুড়া থানায় একটি মামলা দায়ের করা হয় এক যুবকের বিরুদ্ধে । ঘটনার বিবরণে জানা যায়, চেবরী এলাকার বাসিন্দা নিবারণ দেবনাথের ছেলে কৌশিক দেবনাথ (যীশু দেবনাথ) নামে ফেসবুকে ফেইক আই.ডি খুলে একটি কুরুচিকর মন্তব্য করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্কে । যা সভ্য সমাজ ব্যবস্থায় ব্যবহার যোগ্য নয় । এই বিষয়টি বিজেপির খোয়াই জেলার যুব মোর্চার সংগঠনের কর্মীরা লক্ষ্য করে ।এই ঘটনায় যুব সংগঠনের খোয়াই জেলা কমিটির সাধারণ সম্পাদক মানিক দেবনাথ তীব্র প্রতিবাদ জানান । পরে যুব মোর্চার তেলিয়ামুড়া মন্ডল সভাপতি অচিন্ত্য ভট্টাচার্য্য তেলিয়ামুড়া থানায় কৌশিক দেবনাথ-র বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন । পরে যুব মোর্চার জেলা কমিটির সাধারণ সম্পাদক মানিক দেবনাথ আমাদের সংবাদ প্রতিনিধির মুখোমুখি হয়ে নিজ প্রতিক্রিয়ায় জানান দেশের মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার প্রতিবাদ জানিয়ে প্রশাসনের কাছে দাবি রেখেছেন অতিসত্তর দোষীকে খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য.
রাজ্য
সোশ্যাল মিডিয়াতে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুৎসাও কুরুচিকর মন্তব্য করার প্রতিবাদে তেলিয়ামুড়া থানায় খোয়াই জেলার যুব মোর্চার সংগঠন
- by janatar kalam
- 2020-06-11
- 0 Comments
- Less than a minute
- 5 years ago




Leave feedback about this