জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এডিসি প্রশাসনের একমাত্র তেলের বিওসিটি বন্ধ হয়ে গেল শুধুমাত্র সিইএম,ইএমদের গাড়ি ও এসকর্ট এর গাড়ির তেল দিতে দিতে। প্রায় ৩০ লক্ষ টাকা পাওনা হয়েছে এডিসি প্রশাসনের কাছ থেকে। ফলে গত একমাস ধরে বন্ধ হয়ে আছে এ ডি সি সরকারের একমাত্র বিওসি। রবিবার এক সাংবাদিক বৈঠকে এডিসি প্রশাসনের প্রতি তীব্র ক্ষোভ ব্যক্ত করে কথাগুলি বললেন এডিসির প্রাক্তন সিইএম রাধা চরণ দেববর্মা। এদিনের সাংবাদিক বৈঠকে শ্রী দেববর্মা বর্তমান এডিসি প্রশাসনের অন্যান্য বিভিন্ন দুর্বলতার বিষয় তুলে ধরেছেন। বলেন, এইভাবে চলতে পারেনা কোনও প্রশাসন।
রাজ্য
এডিসিতে তেলের বিওসি বন্ধ ক্ষোভ রাধার
- by janatar kalam
- 2023-07-16
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this