জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- উজ্জয়ন্ত প্রাসাদের চারদিকে উন্নয়নের কাজে হাত দিয়েছে স্মার্ট সিটি মিশন। আধিকারিক এবং স্থানীয় কর্পোরেটর হিমানী দেববর্মাকে সাথে নিয়ে বুধবার সরেজমিনে পর্যবেক্ষণ করলেন পুর নিগমের কমিশনার তথা স্মার্ট সিটি মিশনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ডঃ শৈলেশ কুমার যাদব। তিনি জানান, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের আর্থিক সহায়তায় একটি প্রজেক্টে কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে যা আগরতলা স্মার্ট সিটি মিশনের অধীনে হচ্ছে। এই প্রজেক্টের অধীনে উজ্জয়ন্ত প্রাসাদের চারদিক উন্নত করা হবে। এতে অনেকগুলি দিক রয়েছে। উজ্জ্যয়ন্ত প্রাসাদের পেছনের দিকের আস্তাবলের পুরানো বিল্ডিং গুলির সংস্কার করা হবে। ল্যান্ড রেকর্ডের পুরনো বিল্ডিং এর দিকে একটি ফুড কোর্ট করা হবে। আর পর্যটকদের জন্য টাউন হলের পেছনের জায়গাটিতে গাড়ি পার্কিং এর ব্যবস্থা করা হবে। প্রসঙ্গত এলাকাবাসীর তরফ থেকে বার বার অভিযোগ আসায় এই জায়গাটিতে ফিতা দিয়ে কর্ডন করে দেওয়া হয়েছিল, যে জায়গাটিতে দীর্ঘ বছর ধরে অবৈধ ভাবে দখল করে গাড়ির ব্যবসা করা সহ নেশার অবাধ কারবার চলছিল। তিনি এদিন আরও জানান এই জায়গায় খুব শীঘ্রই শুরু হতে চলেছে পার্কিং এর জন্য কন্সট্রাকশনের কাজ। এছাড়া এই প্রজেক্টের অধীন আরও কি কি কাজ করা হবে এবিষয়েও তিনি এদিন অবগত করেন। তবে তিনি জানান এখানে ভুমির কিছু সমস্যা ছিল। স্থানীয় কর্পোরেটরকে সাথে নিয়ে এলাকার বাসিন্দাদের সাথে আলাপ আলোচনাক্রমে সবার সহযোগিতায় সহমতের ভিত্তিতে এই কাজ করা হবে বলেও জানান তিনি।
রাজ্য
উজ্জয়ন্ত প্রাসাদের চারদিক উন্নত করা হবে : ডঃ শৈলেশ কুমার যাদব
- by janatar kalam
- 2022-11-23
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this