জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতির উপস্থিতিতে আয়োজিত সমাবেশের যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত। ফ্ল্যাগ ফেস্টুন ও দলীয় পতাকা দিয়ে নতুনভাবে সেজে উঠেছে এখন খুমুলুঙ। চলছে এখন শুধু শেষ তুলির টান। রবিবার বিকেলে সভাস্থলের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে খুমুলুঙে ছুটে গেলেন মজলিশপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্য সরকারের তথ্যসংস্কৃতি দপ্তরের মন্ত্রি সুশান্ত চৌধুরী। এদিন তিনি গোটা প্রস্তুতি প্রক্রিয়া ঘুরে দেখেন। কথা বলেন আরোকা প্রশাসনের কর্মী থেকে শুরু করে দায়িত্বপ্রাপ্ত দলীয় কর্মীদের সাথে। পরে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে মন্ত্রী শ্রী চৌধুরী বলেন, বিজেপি সর্বভারতীয় দল, পৃথিবীর সর্ব বৃহৎ দল। এই দলের সর্বভারতীয় সভাপতি জনজাতিদের উদ্দেশ্যে কথা বলতেই খুমুলুঙকে বেছে নেন নাড্ডাজি। তিনি আরো বলেন বিজেপি প্রতিটি মানুষকে সাথে নিয়ে চলতে চায়। মোদীজি ও বলেন সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস সবকা প্রয়াস। সেই নীতিতেই দল বিশ্বাস করে। তাই নাড্ডাজির বক্তব্য সবকা সাথ সবকা বিকাশের বক্তব্যই হবে বলে মনে করেন তিনি।
রাজ্য
সভাস্থলের প্রস্তুতির অগ্রগতি খতিয়ে দেখলেন সুশান্ত
- by janatar kalam
- 2022-08-28
- 0 Comments
- Less than a minute
- 3 years ago




Leave feedback about this