এই করুন মুহূর্তে রাজ্যের বহু মানুষ কর্মহীনতাই ভুগছে। যারফলে দেখা দিয়েছে অর্থভাব। এই অর্থাভাবের ফলে ছাত্রছাত্রীদের বই কিনতে পারছেন না অভিভাবক মহলের একাংশ। তারই পরিপেক্ষিতে ছাত্রছাত্রীদের বিনা মূল্যে টেক্সট বই ও স্কুলের পোশাক প্রদান সহ বহিরাজ্যে থাকা রাজ্যের ছাত্রছাত্রীদের সুযোগ সুবিধা প্রদান ও রাজ্যে ফিরিয়ে আনার দাবি নিয়ে মহাকরনে রাজ্যের শিক্ষামন্ত্রীর সাথে এক ডেপুটেশনে মিলিত হয় এন এস ইউ আই এর ৫জনের একটি প্রতিনিধি দল।
এদিনের ডেপুটেশনে উপস্থিত ছিলেন রাজ্য এন এস ইউ আই সভাপতি রাকেশ দাস ও এন এস ইউ আই যুব নেতা শাহাজান ইসলাম সহ দলের অন্যান্য কার্য্যকর্তারা।
রাজ্য
ছাত্র ছাত্রীদের বিভিন্ন দাবি দাবা নিয়ে শিক্ষামন্ত্রীর দ্বারস্থ এন এস ইউ আই
- by prasenjit
- 2020-04-30
- 0 Comments
- Less than a minute
- 6 years ago




Leave feedback about this