জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- শনিবার ফের শিক্ষামন্ত্রীর বাসভবন ঘেরাও করল 2021 সালের টেট উত্তীর্ণ বেকাররা। তাদের অভিযোগ আন্দোলনে নামতে হচ্ছে মেধা দিয়ে টেট পাস করেও। তাছাড়া তাদের আরও অভিযোগ কয়েকবার শিক্ষা মন্ত্রী_ বিধায়ক এবং দপ্তর আধিকারিকদের সঙ্গে নিয়োগের দাবি জানিয়ে আসলেও কখনো মিলছে আশ্বাস , কখনোবা নিরাশ হতে হচ্ছে। তাদের বলা হচ্ছে এখনই নিয়োগ করা সম্ভব নয় ।শুধু তাই নয় তাদের টেট উত্তীর্ণ হওয়ার শংসাপত্রও এখনো দেওয়া হয়নি ।তাই একপ্রকার বাধ্য হয়ে টেট উত্তীর্ণরা শিক্ষা মন্ত্রীর বাসভবন ঘেরাও করেন বলে। তারপর টেট উত্তীর্ণ বেকাররা সংবাদ মাধ্যমকে বলেন আজ শিক্ষামন্ত্রীর সাথে সাক্ষাৎ করে সুরাহা বেরিয়েছে, তারা জানান শিক্ষা মন্ত্রী বলেছেন যে এই মাসের 17 তারিখ টেট উত্তীর্ণ বেকাররা তাদের শংসাপত্র পেয়ে যাবে এবং আগামী দু-এক মাসের মধ্যে তাদের নিয়োগ সংক্রান্ত ব্যাপার নিয়ে চিন্তাভাবনা করা হবে বলে।
রাজ্য
আবারও শিক্ষা মন্ত্রীর বাসভবন ঘেরাও করল টেট উত্তীর্ণরা
- by janatar kalam
- 2022-05-14
- 0 Comments
- Less than a minute
- 3 years ago




Leave feedback about this