জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আজ গকুলনগর টিএসআর ক্যাম্পে নিহত ধ্বজনগরের বাসিন্দা স্বর্গীয় কিরন জমাতিয়াকে অন্তিম শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করতে তাঁর বাসভবনে যান রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন তিনি পরিবারের সদস্যদের সহানুভূতি জানানোর পাশাপাশি, এদিন তিনি কোনাবন জিসিএস-এ কর্মরত পিত্রার বাসিন্দা স্বর্গীয় মার্কা সিং জমাতিয়াকে অন্তিম শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করতেও তাঁর বাসভবনে যান এবং রাজ্য সরকার এই ঘটনার দোষীকে উপযুক্ত শাস্তি প্রদান করতে সম্পূর্ণ সহযোগীতা করবে বলে আশ্বস্ত দেন। তাছাড়া ত্রিপুরা সরকার শোকসন্তপ্ত পরিবারকে প্রত্যেককে ₹ 5 লক্ষ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং তারা ডাই-ইন-হারনেস স্কিমের আওতায় সুবিধাও পাবেন বলে জানিয়েছেন তিনি।
রাজ্য
ত্রিপুরা স্টেট রাইফেলসের সাহসী জওয়ানদের শেষ শ্রদ্ধা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী
- by janatar kalam
- 2021-12-04
- 0 Comments
- Less than a minute
- 4 years ago




Leave feedback about this