জনতার কলম, এিপুরা,উদয়পুর প্রতিনিধি :- কৃষি বিল কার্য্যকর করার জন্য শনিবার বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় কৃষি মন্ত্রী কে অভিনন্দন জানিয়ে বিজেপি রাধাকিশোরপুর মন্ডলের কিষান মোর্চার উদ্যোগে এক সুবিশাল রেলী বের হয়। এদিন উদয়পুর জামতলা থেকে সুবিশাল এই রেলীটি বের হয়ে সেন্ট্রাল রোড নিউ টাউন রোড হয়ে পুনরায় জামতলা এসে শেষ হয়। এরপর মিছিলে অংশগ্রহণকারী সকলে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে পোস্ট কার্ড চিঠি প্রেরন করেন। এদিন মিছিল ও এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন বিজেপি রাধাকিশোরপুর মন্ডল সভাপতি প্রবীর দাস, বিজেপি গোমতী জেলা সহ সভানেত্রী সবিতা নাগ প্রমুখ নেতৃবৃন্দ।
রাজ্য
কৃষি বিল কার্য্যকর করায় শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে চিঠি প্রেরন
- by janatar kalam
- 2020-11-28
- 0 Comments
- Less than a minute
- 5 years ago




Leave feedback about this