2024-12-03
agartala,tripura
রাজ্য

রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বেকারদের স্বার্থে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলো সরকার 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শিক্ষা, গ্রামোণ্ণয়ন, কারা সহ বিভিন্ন দপ্তরে প্রচুর লোক নিয়োগের সিদ্ধান্ত। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। শুক্রবার মহাকরণে সাংবাদিক সম্মেলনে মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা জানান পর্যটন-পরিবহণ মন্ত্রী সুশান্ত চৌধুরী। রাজ্য মন্ত্রিসভার প্রতিটি বৈঠকেই রাজ্যের বেকারদের স্বার্থে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে।

এই বৃহস্পতিবারের বৈঠকেও বিভিন্ন সিদ্ধান্ত হয়। শুক্রবার মহাকরণে সাংবাদিক সম্মেলনে মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা জানান পরিবহণ–পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি জানান, গ্রামোণ্ণয়ন দপ্তরে ১৯৮ টি জুনিয়র ইঞ্জিনিয়ার পদে লোক নিয়োগ করা হবে। এর মধ্যে যারা ডিগ্রি প্রাপ্ত তারা ১০৫ টি পদে ও যারা সিভিল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা করেছেন তারা ৯৮ টি পদের জন্য আবেদন করতে পারবেন।

টি পি এস সির মাধ্যমে নিয়োগ করা হবে। মন্ত্রী সিদ্ধান্তের কথা জানাতে গিয়ে জানান, শিক্ষা দপ্তরে পদ সৃষ্টি ও পূরণ করবে ১৫৬৬ টি স্নাতক ও অস্নাতক পদে শিক্ষক। শিক্ষক স্বল্পতা দুরী করণের জন্য এই নিয়োগ করা হবে। টি আর বি টির মাধ্যমে নিয়োগ করা হবে। এর মধ্যে অস্নাতক শিক্ষক রয়েছে ১ হাজারের উপরে।

এছাড়া সিদ্ধান্ত হয়েছে বিদ্যাজ্যোতি স্কুল গুলিতে ১১২ টি পদে স্পেশাল এডুকেটর নিয়োগ করার। জেল দপ্তরে ১৫১ জন ওয়ার্ডারের পদ সৃষ্টি করা হয়েছে। দ্রুত এগুলি নিয়োগ করা হবে। পুরুষ ১৩৭, মহিলা-১৪ পদে নিয়োগ করা হবে। বিভিন্ন দপ্তরে প্রায় ১৮০০-র উপরে লোক নিয়োগের জন্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service