2024-12-03
agartala,tripura
রাজ্য শিক্ষা

রাজ্যের ১৯টি আই.টি.আই কলেজের পরিকাঠামো উন্নয়নের জন্য টাটা অর্থ ব্যয় করবে : পর্যটনমন্ত্রী 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- খুব শীঘ্রই এমবিবি বিমানবন্দর থেকে ২২০ আসনের ইন্ডিগো এয়ারবাস-র যাত্রা শুরু হবে। ১৬ ডিসেম্বর থেকে এটি চালু হবে। শনিবার মহাকরণে সাংবাদিক সম্মেলনে একথা জানান পরিবহণমন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি জানান,বিমান ভাড়ার বিষয়টি কেন্দ্রের সরকারের অধীনে নয়। যেসব সংস্থার বিমান রয়েছে তাদের বিষয় ভাড়া বৃদ্ধি কিংবা কমানো।

মন্ত্রী আরও জানান, আগরতলায় প্রতিদিন ১৬ টি বিমান উঠানামা করছে। এদিকে সম্প্রতি রাজ্য মন্ত্রিসভায় নেওয়া সিদ্ধান্তের কথা শনিবার সাংবাদিক সম্মেলনে জানালেন পরিবহণ মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি জানান, রাজ্যের শিল্প দপ্তর সিদ্ধান্ত নিয়েছে আগামী কিছু দিনের মধ্যে টাটার সঙ্গে রাজ্য সরকারের মৌ স্বাক্ষর হবে।

টাটা টেকনোলজি ৫ বছরের মধ্যে ১৯ টি আই টি আইয়ে বিনিয়োগ করবে উন্নতির জন্য। রাজ্যের সমস্ত আইটিআই-এ টাটা ট্যাকনোলজির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আগামী ৫ বছর বিভিন্ন ধরণের প্রশিক্ষণের মাধ্যমে আমূল পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রী জানান এতে যে ব্যয় হবে এতে টাটা ব্যয় করবে ৮৬ শতাংশ অর্থ। আর রাজ্য সরকার ব্যয় করবে ১৪ শতাংশ অর্থ। মোট ব্যয় হবে ৬৮৩ কোটি ২৭ লাখ ৮০ হাজার টাকা। মন্ত্রী জানান ১৯ টি আই টি আইয়ে পরিকাঠামো তৈরি করে দেবে সরকার। সাংবাদিক সম্মেলনে ছিলেন শিল্প ও পরিবহণ দপ্তরের আধিকারিকরা।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service