জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মন্ত্রী রতন লাল নাথ পবিত্র বিধানসভায় বিরোধী দলনেতাকে জাত ইস্যুতে কটাক্ষ করেন। এর প্রতিবাদে বিধানসভার ভিতরে ও বাইরে প্রতিবাদ আন্দোলন চালিয়েছে সিপিএম ও এর শাখা সংগঠনগুলি। তাদের অভিযোগ জাতি বিদ্বেষী মন্ত্রী রতন লাল নাথ। তার শাস্তির দাবিতে উপজাতি যুব ফেডারেশন কেন্দ্রীয় কমিটি এক ধিক্কার মিছিলের আয়োজন করে।
উপজাতি যুব নেতা বলেন, রতনলাল নাথ আপত্তিজনক মন্তব্য করেছে। সেখানে শুধু বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরীর জাত নিয়ে বলেননি। রীতিমতো বিধানসভাকেও কলঙ্কিত করা হয়েছে। রতনলাল নাথের বচন ভঙ্গী নিয়েও এদিন তিনি প্রশ্ন তোলেন। তিনি বলেন, সংবিধান মোতাবেক রতনলাল নাথ বিধানসভায় অসংবিধানিক কথা বলেছেন।
তার আগে বিধানসভায় তো দূরের কথা রাজ্যের কোথাও কোনো নেতা উপজাতিদের নিয়ে এই ধরণের হাসি মসকরা করেনি। মিছিলটি রাজধানীর সুপারি বাগান এলাকা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রবীন্দ্র ভবনের সামনে যায়।
সেখানে মন্ত্রী রতন লাল নাথের কুশপুতুল দাহ করা হয়। তাদের অভিযোগ, মন্ত্রী রতন লাল নাথ বিরোধী দলনেতাকে জাত তুলে আক্রমণ করতে গিয়ে সমগ্র উপজাতিদের অপমান করেছেন। তাই মুখ্যমন্ত্রীর কাছে দাবি মন্ত্রী রতন লাল নাথকে যেন মন্ত্রিসভা থেকে বহিস্কার করা হয়।
Leave feedback about this