জনতার কলম আগরতলা প্রতিনিধি :-রক্তদান শুধু একটি মহৎ সামাজিক কাজ নয়, এটি মানবতার প্রতি এক গভীর অঙ্গীকার—এমন বার্তা দিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।
রবিবার দক্ষিণ ইন্দ্রানগরে এম/এস জুয়েল এন্টারপ্রাইজের ৩৯তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত রক্তদান শিবিরে যোগ দিয়ে মন্ত্রী বলেন,
“রক্তের কোনো বিকল্প নেই। একটি বিন্দু রক্তও নতুন জীবন ও নতুন আশার উৎস হতে পারে।”
তিনি রক্তদাতা ও আয়োজকদের নিঃস্বার্থ সমাজসেবার জন্য ধন্যবাদ জানান এবং তাদের সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
মন্ত্রী আরও বলেন, “নিয়মিত রক্তদানকে আমাদের নৈতিক দায়িত্ব হিসেবে গ্রহণ করতে হবে। আসুন, সবাই এগিয়ে আসি—রক্ত দিই, জীবন বাঁচাই, আর ভালোবাসা ও মানবতার আলো ছড়িয়ে দিই। আপনার দান করা রক্ত হয়তো আগামীকাল কারও বেঁচে থাকার কারণ হবে।”
তিনি জুয়েল এন্টারপ্রাইজের এই উদ্যোগকে প্রশংসা করে বলেন, এটি সমাজে এক অনুপ্রেরণার দৃষ্টান্ত স্থাপন করেছে। অন্যদেরও এভাবে মানবিক ও দায়িত্বশীল নাগরিক হতে আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে আগরতলা পৌর কর্পোরেশনের মেয়র দীপক মজুমদারসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন এবং এই মানবিক উদ্যোগে নিজেদের সমর্থন জানান।





Leave feedback about this