জনতার কলম স্পোর্টসডেস্ক :- আসাম রাইফেলস স্থানীয় যুবকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করতে ৩ ডিসেম্বর ২০২৫ তারিখে কে তাংখুল এলাকায় এক প্রীতি ভলিবল ম্যাচের আয়োজন করে। যুবসমাজকে সম্পৃক্ত করা, সহযোগিতা বৃদ্ধি এবং পারস্পরিক বিশ্বাস বজায় রাখার উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়। 
ম্যাচে দুই দলের খেলোয়াড়দের উৎসাহভরা অংশগ্রহণ এবং খেলাধুলার চেতনা নজর কাড়ে। দক্ষতা, প্রতিভা ও স্পোর্টসম্যানশিপে ভরপুর এই প্রতিযোগিতা এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি করে।
ফিটনেসের প্রতি আগ্রহ বাড়াতে এবং নিয়মিত খেলাধুলাকে উৎসাহিত করতে আসাম রাইফেলস স্থানীয়দের মধ্যে বিভিন্ন ক্রীড়া সামগ্রীও বিতরণ করে। 
এই আয়োজনের জন্য আসাম রাইফেলসকে ধন্যবাদ জানায় স্থানীয়রা। তাদের মতে, এমন উদ্যোগ যুবসমাজের বিকাশে সহায়ক হওয়ার পাশাপাশি আন্তরিকতা, সম্প্রদায়ের পারস্পরিক সম্পর্ক এবং অঞ্চলের শান্তি ও অগ্রগতির প্রতি যৌথ অঙ্গীকারকে আরও সুদৃঢ় করে।



Leave feedback about this