2025-03-08
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

যথা যোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালন তিপ্রা মথার 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পূর্ব ঘোষণা অনুযায়ী যথা যোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালন করলো টিপরা মথার মহিলা সেল ত্বিপ্রা ওমেন ফেডারেশন। শনিবার সকল থেকে আগরতলা টাউন হলে তাদের অনুষ্ঠান শুরু হয়। বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়িকা স্বপ্না দেববর্মা, সংগঠনের সভানেত্রী মনিহার দেববর্মা সহ অন্যান্যরা। গোটা রাজ্য থেকে আসেন মহিলা প্রতিনিধিরা।

মহারাজা বীরবিক্রম কিশোরে মাণিক্যের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে অনুষ্ঠান শুরু হয়। মহিলাদের আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন ঘটিয়ে তারা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারে সেই লক্ষেই এই অনুষ্ঠানের আয়োজন বলে জানানো হয়। মনিহার দেববর্মা বলেন, মহিলাদের অনেক সুবিধা দেওয়া হচ্ছে। তাদের অধিকার আছে। কিন্তু সেই সম্পর্কে সচেতন হতে হবে। তবেই মহিলাদের এগিয়ে যাওয়া সম্ভব।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service