2024-12-02
agartala,tripura
রাজনৈতিক রাজ্য

মোদি সরকারের এক দেশ, এক নির্বাচনের প্রচেষ্টার বিরুদ্ধে গর্জে উঠলো বামপন্থী যুব সংগঠন ডিওয়াইএফআই 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মোদি সরকারের এক দেশ , এক নির্বাচনের প্রচেষ্টার বিরুদ্ধে গর্জে উঠে বামপন্থী যুব সংগঠন ডিওয়াইএফআই সংগঠিত করলো সভা । সভাটি হয় শনিবার সকালে বিলোনিয়া এক নং টিলাতে । বামপন্থী যুব সংগঠনের ডাকা এই সভাতে অংশ গ্ৰহন‌‌‌ করেন বামপন্থী নেতৃত্বরা। এক দেশ , এক নির্বাচনের প্রচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, সংবিধানের মৌলিক কাঠামো পরিকাঠামো পরিবর্তন ক্ষমতা সংসদের হাতে নেই।

এই ব্যবস্থা চালু করতে হলে সংবিধানের একাধিক স্থানে পরিবর্তন করতে হবে । এই ধরনের চেষ্টা দেশের মৌলিক ব্যাবস্থাকে খর্ব করা । তা সত্বেও নরেন্দ্র মোদী সরকার নির্বাচনের খরচ ব্যায় বহুলের অজুহাত দেখিয়ে এক দেশ, এক নির্বাচনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। গণতন্ত্র বহুত্ববাদ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে মূল্য দেন এমন সব রাজনৈতিক দল, সংগঠন শক্তিশালী সম্মিলিতভাবে এই ব্যবস্থাকে প্রতিহত করার জন্য আহ্বান রাখেন সভার বক্তারা।

বামপন্থী যুব সংগঠন ডিওয়াইএফ আইয়ের আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক তথা সিপিআইএম রাজ্য কমিটির সদস্য দীপঙ্কর সেন, ডিওয়াইএফ আইয় বিলোনিয়া শহর অঞ্চল কমিটির সম্পাদক গৌতম সেন, পার্টির শহরাঞ্চল কমিটির সম্পাদক মানব রায় সহ অন্যান্য নেতৃত্বরা। এত উপস্থিত ছিলেন বামপন্থী যুব সংগঠনের নেতাকর্মী সহ বামপন্থী গণ সংগঠনের নেতাকর্মীরা ।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service