2024-11-07
agartala,tripura
রাজনৈতিক রাজ্য

মানুষের ভোটে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠা হয় নি, ভোট লুট করে এই সরকার প্রতিষ্ঠা হয়েছে : মানিক 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কাজ খাদ্য বেকারদের কর্মসংস্থানের দাবিতে,এডিসিতে সীমাহীন দুর্নীতির বিরুদ্ধে মানুষের গণতন্ত্রের অধিকার পুনরুদ্ধারের লক্ষ্যে বিশেষ কনভেনশন। গণমুক্তি পরিষদের তরফে আগরতলা টাউন হলে হয় একদিনের কনভেনশন। উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, বিরোধী দলনেতা জিতেন চৌধুরী, প্রাক্তন বিধায়ক রাজেন্দ্র রিয়াং, অঘোর দেববর্মা, জিএমপি নেতা রাধাচরণ দেববর্মা, নরেশ জমাতিয়া সহ অন্যান্যরা।

আলোচনা করতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, সম্প্রতি উত্তর জেলায় ঘটে যাওয়া অনভিপ্রেত ঘটনার জন্যও সুকৌশলে নাম না করে বিজেপিকে কাঠ গড়ায় তোলেন মানিক সরকার। তিনি বলেন যে সকল কেন্দ্র গুলিতে বিজেপি পরাস্ত হয়েছে, সেই সকল কেন্দ্রগুলি তারা চিহ্নিত করেছে। তার মধ্যে যে সকল কেন্দ্রে সংখ্যালঘু ও অন্যান্য সম্প্রদায়ের লোক বসবাস করে সেখানে আক্রমণ সংগঠিত করা হচ্ছে।

মানিক বাবু এদিন বলেন বিজেপির শ্লোগান এক দেশ এক নেতা, এক ভাষা, এক সংস্কৃতি, এক ধর্ম। এক দেশ এক নির্বাচনের শ্লোগানকে তার থেকে পৃথক ভাবে দেখলে ভুল হবে। এক দেশ এক নির্বাচনের উদ্দেশ্য হচ্ছে দেশের সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থার মূলে আঘাত করা।

তারা চাইছে সংবিধানকে ওলট পালট করে দিতে। যা কিনা মেনে নেওয়া যায় না। তিনি আরও বলেন কেন্দ্রের বিজেপি সরকার ও রাজ্যের বিজেপির সরকার জানে মানুষের ভোটে রাজ্যের বিজেপি সরকার প্রতিষ্ঠা হয় নি। মানুষের ভোট লুট করে এই সরকার প্রতিষ্ঠা হয়েছে। এদিন কনভেনশনে ব্যাপক সংখ্যায় নারী- পুরুষ অংশ নেয়।

 

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service