2025-12-04
Ramnagar, Agartala,Tripura
দেশ বিশ্ব

ভোরে ঢাকায় ৪.১ মাত্রার ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই

জনতার কলম ওয়েবডেস্ক :- আজ ভোরে প্রায় ৬টা ১৫ মিনিট নাগাদ রাজধানী ঢাকা ও আশপাশের জেলায় হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.১ এবং এর উপকেন্দ্র ছিল ঢাকার কাছে নারায়ণগঞ্জের নরসিংদী এলাকায়।

এখনও পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের গভীরতা তুলনামূলকভাবে কম হওয়ায় ঢাকার আশপাশের বিভিন্ন এলাকায় কম্পনটি স্পষ্টভাবে অনুভূত হয়। অনেকে ঘুম থেকে জেগে ওঠেন এবং কিছু বাড়িতে আতঙ্ক দেখা দেয়।

বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরেই সতর্ক করে আসছেন যে বাংলাদেশ তিনটি সক্রিয় ফল্ট লাইনের ওপর অবস্থান করায় বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। ডেইলি স্টারের প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক এক আলোচনা সভায় ভূতত্ত্ববিদরা দুর্যোগ প্রস্তুতি আরও জোরদার করা, জনসচেতনতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেছেন—যাতে ভবিষ্যতে সম্ভাব্য প্রাণহানি ও সম্পদের ক্ষতি কমানো যায়।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service