2025-06-05
Ramnagar, Agartala,Tripura
অপরাধ রাজ্য

ভোরের নিস্তব্ধতায় ভয়াবহ বিপদ, আহত হলেন পাঁচ মৎস্য চাষি!

Oplus_0

ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- চেছুড়িমাই আগরতলা উদয়পুর সড়কে মাছের গাড়ি উল্টে আহত ৫! চাকা ফেটে গাড়ি উল্টে আহত পাঁচ জন মৎস্য ব্যবসায়ী। ঘটনা বৃহস্পতিবার সকালে বিশ্রামগঞ্জ থানাধীন চেছুড়িমাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ন ৮ নং জাতীয় সড়কে। জানাযায় TR07D1659 নম্বরের একটি মহেন্দ্র সুপ্র গাড়ি মেলাঘর কেমতলী থেকে আগরতলা যাওয়ার পথে চেছুড়ীমাই এলাকায় হঠাৎ করে চাকা ফেটে জাতীয় সড়কে উল্টে যায় মারাত্মক ভাবে আহত হয় গাড়িতে থাকা পাঁচজন মৎস্য ব্যবসায়ী ইন্দ্রজিৎ সরকার, শিমুল দাস, নিমাই দাস, যতীন্দ্র দাস, রাজেশ দাস।

বিকট শব্দে এলাকাবাসীর ঘুম ভেঙ্গে যায়। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এবং খবর দেয় বিশ্রামগঞ্জ অগ্নি নির্বাপক দপ্তরে। খবর পেয়ে বিশ্রামগঞ্জ দমকল বাহিনী ঘটনাস্থলে ছুটে এসে তাদেরকে নিয়ে যায় বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কর্তব্যরত চিকিৎসক ডঃ পূজা দেব তাদেরকে প্রাথমিক চিকিৎসার পর এক্সরে করানোর জন্য মেলাঘর এবং বিশালগড় মহকুমা হাসপাতালের রেফার করে। এদিকে দুর্ঘটনা গ্রস্থ মাছের গাড়ি থেকে মাছ ছিনিয়ে নেওয়ার কাজে ব্যস্ত হয়ে পড়েন স্থানীয়রা এ ঘটনাকে কেন্দ্র করে ঘটনায় ছি ছি রব উঠেছে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service