2025-09-11
Ramnagar, Agartala,Tripura
দেশ

ভারতীয় অর্থনীতি মজবুত, ডলারের বিকল্প ভাবনা নেই: প্রধান অর্থনৈতিক উপদেষ্টা অ্যানান্থা নাগেশ্বরন

জনতার কলম ওয়েবডেস্ক:- ভারতের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা (Chief Economic Adviser) ড. ভি. অ্যানান্থা নাগেশ্বরন বুধবার স্পষ্টভাবে জানালেন যে, ভারত যুক্তরাষ্ট্র ডলারের বিকল্প কোনো নতুন মুদ্রা নিয়ে গবেষণা বা পরিকল্পনা করছে না। তিনি এই ধরনের গুঞ্জন কড়া ভাবে অস্বীকার করেন।

ড. নাগেশ্বরন বলেন, বিশ্ববাণিজ্যে শুল্কবিরোধ ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে থাকা সত্ত্বেও ভারতের অর্থনীতি ইতিবাচক প্রবৃদ্ধির পথে রয়েছে, সংকট নয়। তিনি বললেন, “ভারতের অর্থনীতি এখন দৃঢ় ভিত্তিতে রয়েছে।”

প্রধান অর্থনৈতিক উপদেষ্টা উল্লেখ করেন, মার্কিন শুল্কনীতি ও সাম্প্রতিক জিএসটি সংস্কারের ফলে আগামী অর্থবছর ২০২৬-এ দেশের জিডিপি প্রবৃদ্ধি মাত্র ২০-৩০ বেসিস পয়েন্ট কমতে পারে। বর্তমানে জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস ৬.৩% থেকে ৬.৮%।

অর্থনৈতিক স্থিতিশীলতার পিছনে তিনি একটি দশকের গঠনমূলক সংস্কারকে গুরুত্ব দেন। ডিজিটাল ও ভৌত অবকাঠামোর উন্নয়ন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ধীরে ধীরে নিয়মতান্ত্রিককরণ—এসব উদ্যোগকে তিনি দেশের মজবুত অর্থনীতির ভিত্তি হিসেবে উল্লেখ করেন।

ড. নাগেশ্বরন বিশেষভাবে তুলে ধরেন আইনি ও আর্থিক সংস্কারসমূহ, যেমন– ইনসলভেন্সি অ্যান্ড ব্যাঙ্করাপ্টসি কোড, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স (GST), রিয়েল এস্টেট রেগুলেশন আইন, এবং সরকারি ব্যাঙ্কগুলোর সংমিশ্রণ। এসব সংস্কার দেশব্যাপী ব্যবসা পরিবেশকে শক্তিশালী করেছে। নতুন কর প্রশাসন ব্যবস্থাপনা ও জিএসটি হার সমন্বয় কোম্পানিগুলোর জন্য কর পালনের সহায়ক ভূমিকা রেখেছে।

তিনি বলেন, “এই উদ্যোগগুলো শুধুমাত্র সাময়িক পরিবর্তন নয়, বরং স্থায়ী প্রবৃদ্ধির ভিত্তি। ”নাগেশ্বরন আরও বলেন, দেশের সাম্প্রতিক সার্বভৌম ক্রেডিট রেটিং উন্নয়ন প্রায় ২০ বছরের মধ্যে প্রথমবারের মতো হয়েছে, যা আন্তর্জাতিক বাজারে ভারতের অর্থনৈতিক পরিচালনায় বাড়তি আস্থা বহন করছে।সরকার চলতি অর্থবছরের জন্য নির্ধারিত ৪.৪% বাজেট ঘাটতি লক্ষ্য অর্জনের পথে রয়েছে বলেও জানান তিনি।

ড. নাগেশ্বরন ভবিষ্যত অর্থনৈতিক সংস্কারগুলো সরকারি ও ব্যক্তিগত খাতের সমন্বয়ে এগিয়ে নিতে গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ব্যবসায়ীদের উচিত সুরক্ষা মূলক নীতির বদলে উদ্ভাবন ও দক্ষতাকে প্রাধান্য দেওয়া। স্থায়ী প্রবৃদ্ধি কেবল সম্পদের পুনবন্টন নয়, বরং অর্থনৈতিক পরিমাণ বৃদ্ধির ওপর নির্ভর করে।

এইচতিমধ্যে ভারতের প্রথম প্রান্তিক (Q1) জিডিপি প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৭.৮%, আর জিএসটি কাঠামো সরলীকরণ থেকে প্রায় ৫০ হাজার কোটি টাকা অর্থনীতিতে প্রবাহিত হবে বলে আশা করা হচ্ছে, যা অভ্যন্তরীণ ভোগ সক্ষমতাকে আরও উজ্জীবিত করবে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service