জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্লাস্টিক ক্যারি ব্যাগ ও মেয়াদউত্তীর্ণ পন্য সামগ্রী সহ কাঁচামালের মূল্য বৃদ্ধি রোধে অভিযানে নামলো মহকুমা প্রশাসন। খাদ্য দপ্তর, ওজন পরিমাপ দপ্তর, খাদ্য সুরক্ষা দপ্তর সহ পুলিশ প্রশাসনের আধিকারিকরা যৌথভাবে এই অভিযানে নেমেছে। বুধবার বিলোনীয়া শহরের এক নং টিলা ,প্রভাতী মার্কেট থেকে শুরু করে বিলোনিয়া পৌর পরিষদ এলাকার বিভিন্ন দোকানে যায় যৌথ বাহিনী। দপ্তরের আধিকারিকরা কাঁচামালের প্রত্যেক দোকানদেরকে মাল ক্রয় করার সময় ক্যাশমেমো সংগ্রহ করার নির্দেশ দেন । ওজন মাপার দাড়ি পাল্লা সঠিক আছে কিনা তাও খতিয়ে দেখেন । এছাড়া অভিযান চালিয়ে বিভিন্ন দোকান থেকে প্লাস্টিক প্যাকেট ও মেয়াদোত্তীর্ণ পন্য সামগ্রী উদ্ধার করা হয়েছে। প্লাস্টিক ব্যাগ ও মেয়াদ উত্তীর্ণ পণ্য সামগ্রী রাখার দায়ে কিছু দোকানে জরিমানা করা হয় এবং কিছু দোকানের মালিকদেরকে বিভিন্নভাবে সচেতন করা হয়। এ বিষয়ে জানাতে গিয়ে মহকুমা শাসক কার্যালয়ের ডিসিএম আশিষ বিশ্বাস জানান,এবার স্বল্প টাকা জরিমানা এবং সতর্ক করে দেওয়া হচ্ছে আগামী দিনে যদি এই ধরনের গর মিল পাওয়া যায় তাহলে প্রত্যেকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাজ্য
বিলোনিয়ার বিভিন্ন বাজারে হানা খাদ্য দপ্তরের
- by janatar kalam
- 2023-08-23
- 0 Comments
- Less than a minute
- 2 years ago

Leave feedback about this