2026-01-02
Ramnagar, Agartala,Tripura
রাজ্য শিক্ষা

বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে সরকার বদ্ধপরিকর: রমেশ স্কুলের বর্ষপূর্তিতে মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের অন্যতম প্রাচীন ও বনেদি শিক্ষা প্রতিষ্ঠান উদয়পুরের রমেশ ইংরেজি মাধ্যম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় দীর্ঘদিন ধরেই শিক্ষা ক্ষেত্রে তার গৌরবময় ঐতিহ্য বজায় রেখে চলেছে। এই বিদ্যালয় থেকে শিক্ষালাভ করে অগণিত ছাত্র-ছাত্রী আজ দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে সুনামের সঙ্গে কাজ করে রাজ্য ও দেশের মুখ উজ্জ্বল করছেন।

বিদ্যালয় স্তরে এই শিক্ষাধারাকে আরও শক্তিশালী করতে বর্তমান রাজ্য সরকার গুণগত শিক্ষার প্রসারের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের বিজ্ঞানমনস্ক ও আধুনিক চিন্তাধারায় গড়ে তুলতে একাধিক উদ্যোগ গ্রহণ করেছে।

আজ বিদ্যালয়ের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে অংশগ্রহণ করে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তনী ও অভিভাবকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। তিনি বলেন, শিক্ষাই একটি সমাজ ও রাষ্ট্রের অগ্রগতির মূল ভিত্তি। বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের যুক্তিবাদী, উদ্ভাবনী ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে।

মুখ্যমন্ত্রী বিদ্যালয়ের দীর্ঘদিনের শিক্ষা অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এই প্রতিষ্ঠান রাজ্যের শিক্ষা ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা ও স্মৃতিচারণের মধ্য দিয়ে বিদ্যালয়ের গৌরবময় ৭৫ বছরের পথচলা উদযাপিত হয়।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service