জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- শনিবার প্রদেশ কংগ্রেস ভবনে প্রদেশ কংগ্রেস ভবনে নব নিযুক্ত পর্যবেক্ষকের উপস্থিতিতে এক সাংবাদিক সম্মেলন করা হয়। এদিনের সাংবাদিক সম্মেলনে নব নিযুক্ত পর্যবেক্ষকের পাশাপাশি উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এবং কংগ্রেস বিধায়ক সুদিপ রায় বর্মণ। এদিন সাংবাদিক সম্মেলনে কংগ্রেস বিধায়ক শ্রী বর্মণ বর্তমান রাজ্য সরকারের দ্বীতিয় বর্ষপূর্তি উদযাপন নিয়ে বিস্ফোরক মন্তব্য করে তিনি বলেন বিজেপি বুঝে গেছে জনসমাবেশে ঘিরে জনগণের আগ্রহ কম তাই আহূত জনসমাবেশে মানুষকে ভয়ভীতি দেখিয়ে এবং চাপ সৃষ্টি করে জড়ো করার চেষ্টা করছে ।
পাশাপাশি মুখ্যমন্ত্রীর বিতর্কিত মন্তব্য, বিরোধীরা উন্নয়ন নিয়ে অন্ধ হয়ে গেছে, এর পাল্টা জবাবে তিনি বলেন, দেশ বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে যাচ্ছে এবং জনগণ বিজেপি সরকারের প্রতি আরও আস্থা হারাচ্ছে। তাছাড়া বর্তমান প্রধানমন্ত্রী শুধু দেশের ইতিহাস নিয়ে ব্যস্ত যে জায়গায় রাহুল গান্ধী দেশের ভবিষ্যতের দিকে চিন্তা করেন। ধর্মীয় বিশ্বাসকে হাতিয়ার করে জয় লাভের চেষ্টা করছে শাসক দল বলে মন্তব্য করেন। সাংবাদিক সম্মেলনে কংগ্রেস বিধায়কের এহেন মন্তব্যে রাজ্য রাজনীতির পারদ যে চরমে পৌছাবে তা বলার অপেক্ষা রাখে না।
Leave feedback about this