2024-12-02
agartala,tripura
রাজ্য স্বাস্থ্য

বিএসএফ-র ৬০তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে রক্তদান শিবিরের আয়োজন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সীমান্তে শুধু সুরক্ষায় নয়, মুমূর্ষু রোগীর সেবায় এগিয়ে আসছেন ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা। শনিবার রক্তদান করেন জওয়ানরা।বিএসএফ-র ৬০ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলার শালবাগানস্থিত বিএসএফ ক্যাম্পে আয়োজন করা হয় এক রক্তদান শিবির।

রক্তদান শিবিরের সুচনা করেন মুখ্য সচিব জে কে সিনহা। উপস্থিত ছিলেন বিএসএফ-র আইজি পীযূষ প্যাটেল সহ অন্যান্যরা। শিবিরে এদিন বিএসএফ জওয়ান ও তাদের পরিবারের সদস্যরা রক্তদান করেন।

বিএসএফ-র প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে রক্তদান শিবিরের আয়োজন করার জন্য বিএসএফ জওয়ানদের শুভেচ্ছা জানান রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা। তিনি আরও বলেন সীমান্তে সুরক্ষা দেওয়ার পাশাপাশি বিএসএফ জওয়ানরা রক্তদানে এগিয়ে এসেছে। এদিন শিবিরে রক্তদাতাদের মধ্যে বেশ উৎসাহ লক্ষ্য করা যায়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service