2025-04-27
Ramnagar, Agartala,Tripura
অপরাধ রাজ্য শিক্ষা

বাল্য বিবাহ রোধে বিশেষ কর্মসূচি ত্রিপুরা আইন সেবা কতৃপক্ষের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বাল্য বিবাহ রোধে বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে ত্রিপুরা আইন সেবা কর্তৃপক্ষ। বাল্য বিবাহ একটি সামাজিক ব্যাধি। তা কিভাবে একটি মেয়ের জীবন ঝুঁকির মধ্যে নিয়ে যাচ্ছে তা বরাবরই সামনে আসছে। এই সামাজিক ব্যাধি থেকে উত্তরণের জন্য সচেতনতা উদ্যোগ নিয়েছে পশ্চিম ত্রিপুরা আইন সেবা কর্তৃপক্ষ। পশ্চিম ত্রিপুরার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে আর্ট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

এক্ষেত্রে সদর মহকুমার ৯৭টি স্কুলকে চিঠি দেয়া হয়েছে। শনিবার ৪৯ স্কুলের ছাত্র ছাত্রীদের রামঠাকুর বালিকা বিদ্যালয়ে আর্ট প্রতিযোগিতার আয়োজন করা হয় বলে জানায় পশ্চিম ত্রিপুরা আইন সেবা কর্তৃপক্ষ। আগামীকাল রবিবার সরকারি ল কলেজে বাকি বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে প্রতিযোগিতা হবে।

অন্যদিকে শনিবার জিরানিয়ার বীরেন্দ্রনগর স্কুলেও এই প্রতিযোগিতা হচ্ছে। রবিবার আগরতলা ল কলেজের পাশাপাশি মোহনপুরেও ওই মহকুমার বিদ্যালয় ছাত্র আর্ট প্রতি গুলির ছাত্র ছাত্রীদের নিয়ে আর্ট রোধে সকলের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service