2024-12-04
agartala,tripura
বিশ্ব রাজনৈতিক রাজ্য

বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য বাংলাদেশের সহকারী হাইকমিশনারের সাথে বৈঠক করলেন ওয়াইটিএফ 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ চালানো হচ্ছে বলে অভিযোগ। সম্প্রতি বিভিন্ন জায়গায় বেশ কিছু ঘটনা ঘটে। অনেক লোক মারা যায়। এসব ঘটনার প্রতিবাদ জানিয়ে রাজ্যেও পথে নেমেছে বিভিন্ন সংগঠন। এসব বন্ধের দাবি জানিয়ে দুই দিন আগে আগরতলা স্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনারের কাছে স্মারকলিপি জমা দিয়েছিলেন ইয়ুথ তিপ্রা ফেডারেশনের নেতৃত্ব।

সোমবার ফের তারা সহকারী হাই কমিশনারের ডাকে সার্কিট হাউস সংলগ্ন সহকারী হাই কমিশনারের অফিসে আসেন। সেখানে সহকারী হাই কমিশনার তাদের জানিয়েছেন বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। যারা মারা গেছে তাদের পরিবারের পাশে থাকবে প্রশাসন বলে আশ্বাস দিয়েছেন। প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের সভাপতি সুরজ দেববর্মা সহ অন্যরা।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service