2024-12-03
agartala,tripura
অপরাধ রাজ্য

বটতলা এলাকাকে যানজট মুক্ত রাখতে ট্রাফিক এসপির অভিযান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানীতে বাড়ছে যানবাহনের সংখ্যা। ফুটপাত দখল করে কোথাও কোথাও চলছে ব্যবসা। ফলে পথ চলতি লোকজনের চলাচলে ঘটছে ব্যাঘাত। এই অবস্থায় বুধবার সকালে আগরতলা শহরের বটতলা এলাকায় অভিযান চালান ট্রাফিক এসপি, সদর মহকুমা পুলিশ আধিকারিক সহ ট্রাফিক কর্মী ও পুলিশ কর্মীরা। মূলত বটতলা এলাকাকে যানজট মুক্ত রাখতে এদিনের অভিযান চালানো হয়।

ট্রাফিক এসপি মানিক লাল দাস জানান বটতলা এলাকায় গাড়ির গতি স্বাভাবিকের তুলনায় অনেকটা কম। এই বিষয়টি নিয়ে ট্রাফিক কর্মীরা আলোচনা শুরু করেছেন। পাশাপাশি রাস্তার মধ্যে স্থানীয় কিছু ব্যবসায়ী বাইক এবং স্কুটি দাঁড় করিয়ে রাখছে। এতে ট্রাফিক জ্যাম আরো বেশি হচ্ছে। ব্যবসায়ীদের বলা হয়েছে নির্দিষ্ট পার্কিং জোনে তাদের বাইক এবং স্কুটি রাখার জন্য।

অপরদিকে কিছু হকার রাস্তার পাশে ব্যবসা করছে। রাস্তা পাশে এভাবে ব্যবসা করলে যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে এবং ট্রাফিক জ্যাম আরও বৃদ্ধি পেতে পারে। তাই সংশ্লিষ্ট দপ্তরের সাথে এই বিষয়ে আলোচনা করা হবে বলে জানান ট্রাফিক এস পি। অভিযোগ শহরে যানজট নিয়ন্ত্রণে ট্রাফিকের কার্যকরী কোন ভূমিকা নেই।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service