2024-11-10
agartala,tripura
অপরাধ রাজ্য

ফের পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু এক যুবকের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে যান দুর্ঘটনা কিছুতেই থেমে নেই। ফের পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু এক যুবকের। ঘটনাটি ঘটে সোনামুড়া মহকুমার ধনপুর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে। ঘটনা শুক্রবার রাতে। বাজার থেকে বাড়ি ফিরছিলেন পার্থ প্রতিম পাল নামে যুবকটি। তখনই এলাকার এক ভবঘুরে রাস্তার মাঝে চলে আসেন। তখন নিয়ন্ত্রণ না রাখতে পেরে রাস্তায় বাইক নিয়ে পড়ে যায় এই যুবক।

এতে মাথায় আঘাত পায় পার্থ। যদিও ঘটনায় দুইজনই আহত হয়। সঙ্গে সঙ্গে পার্থ প্রতিম পালকে হাসপাতালে নেওয়া হলে জিবিতে রেফার করা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

ঘটনায় ধনপুর এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন জিবিতে বিধায়ক বিন্দু দেবনাথ। তিনি প্রয়াতের পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানান। বিধায়ক জানান, প্রয়াত যুবক এলাকার উপ- প্রধানের ছেলে।নিজেও একজন বিজেপির কার্যকর্তা ছিলেন পার্থ প্রতিম পাল।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service