জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন টিএসআর সিক্স ব্যাটেলিয়নের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট হাম সরাই রিয়াং। প্রয়াত হামসরাই রিয়াং রামচন্দ্র ঘাটে কর্মরত ছিলেন। ব্যাটেলিয়ন সূত্রে খবর বেশ কিছুদিন যাবত তিনি দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে ভুগছিলেন। চিকিৎসার জন্য বহির রাজ্যে পাড়ি দিয়েছিল। গতকাল সকালে আচমকাই হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে প্রয়াত হাম সরাই রিয়াং। সোমবার এমবিবি বিমানবন্দরে তাকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন আইজি জিএস রাও, বিধায়ক প্রমোদ রিয়াং, ফিলিপ কুমার রিয়াং ও প্রয়াতের আত্মীয় পরিজনেরা।
রাজ্য
প্রয়াত টিএসআর অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্টকে শেষ শ্রদ্ধা
- by janatar kalam
- 2023-08-07
- 0 Comments
- Less than a minute
- 2 years ago

Leave feedback about this