জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- হৃদরোগে আক্রান্ত হয়ে গত একমাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন ১০১ বছর বয়সী প্রবীণ বামনেতা ভিএস অচ্যুতানন্দন। সোমবার বিকেলে তিরুঅনন্তপুরমে শেষ নিঃশ্বাস ত্যাগ প্রয়াণের খবর পেয়ে শোকের ছায়া নেমেছে বাম রাজনৈতিক মহলে। তাঁর হাত ধরে কেরল তো বটেই, কমিউনিস্ট দলেও অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন শতবর্ষ পেরনো অচ্যুতানন্দ।
ছয়ের দশকে ভারতীয় কমিউনিস্ট পার্টি বা সিপিআই ভেঙে ভারতীয় কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) তৈরির সময় যে ৩২ জন নেতা বেরিয়ে এসেছিলেন, তাঁদের মধ্যে একজন ভিএস অচ্যুতানন্দন। প্রথমে বিরোধী দলনেতা হিসেবে ১৪ বছরের দীর্ঘ অভিজ্ঞতা, তারপরে মুখ্যমন্ত্রী হন ভিএস। সেই হিসেবে কেরল বিধানসভায় রেকর্ড সময় ধরে কাজের নজির রয়েছে, ৩৪ বছরেরও বেশি।
চোয়াল শক্ত করে লড়াইয়ে বরাবর স্মরণীয় ভিএস। ২০০৬ সাল থেকে ২০১১ পর্যন্ত কেরলের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। সামলেছেন রাজ্য সম্পাদকের পদও। দলের প্রতিষ্ঠাতা সদস্যের মৃত্যুতে সিপিএমের একটি অধ্যায় সমাপ্তি। শোকের ছায়া বাম রাজনৈতিক মহলে।
Leave feedback about this