জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা স্টেট রাইফেলস দ্বিতীয় বাহিনীর ৩৩ তম রাইজিং ডে অনুষ্ঠিত হয় আর কে নগর হেডকোয়ার্টারে। রাইজিং ডে উপলক্ষে বাহিনীর জওয়ানরা আয়োজন করেছে এক সেচ্ছা রক্তদান শিবির। শিবিরে জওয়ানরা স্বতঃস্ফূর্তভাবে রক্তদানে গিয়ে এসেছে। পাশাপাশি দেশ সেবার কাজে নিজেদের উৎসর্গ করার জন্য আরো একবার সংকল্প করেছে। রাইজিংডে কে কেন্দ্র করে টিএসআর জওয়ানদের মধ্যে এদিন ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। শুধু রক্তদান নয় নিয়েছে আরও অনেক সামাজিক কর্মসূচি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন IGP TSR জি এস রাও এছাড়া উপস্থিত ছিলেন DGP TSR কারি মারাক। এছাড়া অন্যান্য পুলিশ আধিকারিকরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে আধিকারিকরা।
রাজ্য
প্রতিষ্ঠা দিবসে রক্ত দান করল টিএসআর জওয়ানরা
- by janatar kalam
- 2023-09-19
- 0 Comments
- Less than a minute
- 2 years ago

Leave feedback about this