2024-11-07
agartala,tripura
অপরাধ ধর্ম রাজ্য

পূজা উদ্যোক্তাদের নিয়মাবলী সম্পর্কে সচেতন করতে প্রশাসনের তরফে বৈঠক 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- হাতে আর সময় বেশি নেই। আর কয়েকদিন পরেই বাঙালীর শ্রেষ্ঠ উৎসব শারদোতসব। এখন চলছে জোরকদমে প্রস্তুতি। পূজা উদ্যোক্তাদের নিয়মাবলী সম্পর্কে সচেতন করতে প্রতি বছরই প্রশাসন থেকে বৈঠক করে জানিয়ে দেওয়া হয়। এবছরও এর ব্যতিক্রম ঘটেনি। আসন্ন দুর্গা পূজাকে সামনে রেখে পূর্ব থানার অধীন পূজা উদ্যোক্তাদের নিয়ে রবিবার বৈঠক করা হয়।

পূর্ব থানায় হয় গুরুত্বপূর্ণ বৈঠক। মূলত দুর্গা পূজাকে সামনে রেখে যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এদিনের বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে পূর্ব আগরতলা থানার অধীন বিভিন্ন ক্লাবের প্রতিনিধি, ট্রাফিক দপ্তর, অগ্নি নির্বাপক দপ্তর, আগরতলা পুর নিগম সহ অন্যান্য দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। আসন্ন দুর্গা উৎসবকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষেই এদিনের বৈঠক বলে জানান পূর্ব আগরতলা থানার ওসি।

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service