2024-11-11
agartala,tripura
পর্যটন রাজ্য

পুনরায় চালু হল লামডিং-বদরপুর হিল সেকশনে ট্রেন চলাচল

466506979

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-পুনরায় চালু হল লামডিং- বদরপুর হিল সেকশনে ট্রেন চলাচল। শুক্রবার সকাল থেকেই ট্রেন চলাচল শুরু হয়। এদিন সকালে প্রথম যায় হামসফর এক্সপ্রেস। একথা জানান উত্তর-পূর্ব রেলের চিফ পাব্লিক রিলেশন অফিসার। তিনি আরও জানান, অন্য ট্রেন চলাচলও শুরু হয়েছে।

সিপি আর ও জানান, দুর্ভাগ্যবশত বৃহস্পতিবার আগরতলা- মুম্বাই লোকমান্য তিলক টার্মিনাস এক্সপ্রেস লাইনচ্যুত হয়। ট্রেনের ৮ টি বগি লাইনচ্যুত হয়েছে। তবে কোন হতাহত হয়নি। লামডিং- বদরপুর হিল সেকশনের লামডিং বিভাগে ডিবালং স্টেশন এলাকায় ঘটনাটি ঘটে।

পাওয়ার কার, ট্রেনের ইঞ্জিন সহ ৮ টি বগি লাইন চ্যুত হয়। এই ট্রেনের যাত্রীদের জল খাওয়ার, এমনকি গন্তব্যে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।একথা জানান উত্তর-পূর্ব রেলের চিফ পাব্লিক রিলেশন অফিসার।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service